কক্সবাজারের চকরিয়া উপজেলার দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক এর উপর বিগত ৪ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় স্থানীয় কিছু ব্যক্তি শারীরিক ভাবে লাঞ্ছিত করার হীন প্রয়াস চালায়, তারা প্রধান শিক্ষককে বারবার অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মারধর করার জন্য বারবার তেড়ে যায়। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত অন্যান্য শিক্ষকদের প্রতিরোধের মুখে তাদের সেই হীন অপচেষ্টা ব্যর্থ হয়, তবে তারা যাওয়ার সময় প্রধান শিক্ষককে দেখে নেবে বলে হুমকি প্রদান করে।
অদ্য ৫ অক্টোবর তারিখ সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী পরিষদের এক জরুরী সভা পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.জে.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এই রকম হীন নীচ ও ঘৃণিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, একই দোষীদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রতিবাদকারী শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ দিগরপানখালী উচ্চ বিদ্যালয়, ফাসিয়াখালী, চকরিয়া, কক্সবাজার এর পক্ষে – যথাক্রমে এ.জে.এম কামরুল ইসলাম, কফিল উদ্দিন, সিরাজ উদ্দিন আহমদ, রফিক আহমদ, শফিকুর রহমান আজাদ, শিশির কৃষ্ণ দাশ,রোকেয়া বেগম,নুর বানু, মন্টু রানী সুশীল,সইফুল ইসলাম, আমিনুল ইসলাম,আশিক ইসলাম, রোকসানা বেগম, মোস্তফা জামাল, জোৎস্না ইয়াসমিন, মুজিবুল হক ও আবুল হাশেম প্রমুখ।