চকরিয়ায় দীর্ঘদিনের পৈত্রিক ভোগদখলীয় জায়গা বিরোধের জেরে দিনদুপুরে বাড়িতে প্রবেশ করে মারধর ও হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। ওইসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্রদিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় কুপ দিতে গিয়ে একটি কান দ্বিখণ্ডিত হয় জেমসিন আক্তার (৪৫) এবং তাকে বাঁচাতে এগিয়ে এলে কন্যা রুমানা ইয়াছমিন (২৫) চুরিকাঘাত ও বেদড়ক পিটিয়ে গুরুতর জখম করে।
রবিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দার কাটাস্থ এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
আহতরা হলেন, বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সিকদারের স্ত্রী জেসমিন আক্তার (৪৫), তার কন্যা রুমানা ইয়াছমিন (২৫)।
হামলাকারীরা হলেন, বিএমচর ইউনিয়নের চিহ্নিত বিএনপি’র ক্যাডার একই এলাকার মৃত শাহ আলম শিকদারের পুত্র আরাফাতুল করিম (এখলাস) (৩৮) ও রেজাউল করিম (৪৫), মৃত কালু সিকদারের পুত্র মফিজুর রহমান (৪৩), ও আবু তাহের (৩৯)।
বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকার ৫নং ওয়ার্ডের নুরুল আবছার সিকদার ও শাহ আলম সিকদারের দাদা ইসমাঈল সিকদারের এজমালি সম্পত্তির বিরোধের জেরে ইউপি চেয়ারম্যান এস.এম.জাহাঙ্গীর আলম এবং প্যানেল চেয়ারম্যান-১ ও ৫ নং ওয়ার্ডের এমইউপি ডা. জিয়াদুল ইসলাম সেলিম সহ আপোষ মীমাংসার পর এ ঘটনাটি ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।