চকরিয়া সংবাদদাতাঃ
চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম বাটাখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের ঘোরতর অভিযোগ পাওয়া গেছে।
পশ্চিম বাটাখালী গ্রামের মৃত আব্দুল মতলবের পুত্র সোলতান আহমদ গং এর পৈত্রিক ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন যাবৎ শান্তপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছেন। বিগত কয়েক বছর পূর্বে একই এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র হাবিবুন নবী এই জমি তার দাবি করে বেআইনী ভাবে জমি দখলে নিতে চাইলে, মৃত আব্দুল মতলবের পুত্র মোহাম্মদ শফি বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত চকরিয়ায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ বাবু রাজিব কুমার বিশ্বাস এর আদালত বিগত ৭/২/২০১৮ তারিখে ১২ আদেশে বিরোধীয় জমিতে বিবাদীদের কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
আদালতের রায় অমান্য করে বিগত ১৩ অক্টোবর রাত আানুমানিক সাড়ে নয়টার সময় স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু হাবিবুন নবী ৪/৫ সন্ত্রাসী নিয়ে, বসত ভিটে জোরপূর্বক দখলে নিতে এসে গাছপালা কেটে, ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভুগী মোহাম্মদ শফি।
তিনি প্রশাসনের কাছে চিহ্নিত এই ভূমিদস্যুর শাস্তির দাবি জানিয়েছেন।