প্রেস বিজ্ঞপ্তিঃ
“মানবতার সেবাই অঙ্গীকারবদ্ধ” স্লোগান কে সামনে রেখে মানবিক বাংলাদেশ সোসাইটি’র সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবিক বন্ধু আদম তমিজি হক এর নির্দেশক্রমে আগামী ১ বছরের জন্য কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আওতাধীন লক্ষ্যারচর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত (১৬ অক্টোবর ২০ইং) রোজ জুমাবার সন্ধ্যা ৭টার সময় লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যলয়ে এক আলোচনা সভার মাধ্যমে মানবিক বাংলাদেশ সোসাইটি চকরিয়া উপজেলার আওতাধীন লক্ষ্যারচর ইউনিয়ন শাখার কমিটি প্রকাশ করা হয়।
মানবিক বাংলাদেশ সোসাইটি চকরিয়া উপজেলার সম্মানিত সভাপতি জেড.এ.ভুট্টো ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফাহিম মুনতাসির ইফতি সভাপতি ও আব্দুল্লাহ সায়েম কে সাধারণ সম্পাদক, করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে তৌহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শামীমুল ইসলাম শাওন ও সাংগঠনিক সম্পাদক পদে বাহার উদ্দিন রাকিব কে নিয়ে কমিটি প্রকাশ করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লক্ষ্যারচর ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম সেলিম, যুগ্ম- সম্পাদক মহিউদ্দিন মোমেন, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সরওয়ার ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু প্রমুখ।