চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মুজিবুল হক এর উপর বিগত ৪ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় স্থানীয় মৃত আবু ছৈয়দের দুই পুত্র আবুল হাসেম ও জাকারিয়া এবং আবুল হাশেমের ২ পুত্র আজম ও হায়দার বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওনাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার হীন প্রয়াস চালায়। তারা প্রধান শিক্ষককে বারবার অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করার জন্য বারবার তেড়ে যায়। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত অন্যান্য শিক্ষকদের প্রতিরোধের মুখে তাদের সেই হীন অপচেষ্টা ব্যর্থ হয়, তবে তারা যাওয়ার সময় প্রধান শিক্ষককে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। এই বিষয়ের আলোকে প্রধান শিক্ষক বাদী হয়ে চকরিয়া থানায় ৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখিত আসামিরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবু ছৈয়দের পুত্র আবুল হাসেম(৬২) ও মোহাম্মদ জকরিয়া(৫০), আবুল হাসেমের পুত্র ছৈয়দ আলী হায়দার(৩৬) ও ছৈয়দুল আজম(৩৮) এবং চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদ শফির পুত্র জমির উদ্দিন। এজারের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় একটি এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিব।
অপর দিকে এই আবুল হাসেম গংয়ের যোগসাজশে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্বায়ের এর প্রতিবাদে
গত ৬ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী পরিষদ ও এলাকাবাসীর সমন্বয়ে এক জরুরী সভা পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এ.জে.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এই ভুমিদস্যু আবুল হাসেম গং এর এই রকম হীন,নীচ ও ঘৃণিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে উক্ত আবুল হাসেম গং এর এমন ঔদ্যত্তপূর্ণ আচরণের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গণস্বাক্ষর করা হয়। প্রতিবাদকারী শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ দিগরপানখালী উচ্চ বিদ্যালয় ও ফাসিয়াখালী এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গের পক্ষে — এ.জে.এম কামরুল ইসলাম, কফিল উদ্দিন, সিরাজ উদ্দিন আহমদ, রফিক আহমদ, শফিকুর রহমান আজাদ, শিশির কৃষ্ণ দাশ,রোকেয়া বেগম,নুর বানু, মন্টু রানী সুশীল,সইফুল ইসলাম, আমিনুল ইসলাম,আশিক ইসলাম, রোকসানা বেগম, মোস্তফা জামাল, জোৎস্না ইয়াসমিন, মুজিবুল হক ও আবুল হাশেম,বাদল, আনোয়ার হোসেন, মফিজ উদ্দিন, মোক্তার আহমদ, আবদুল হামিদ, মাষ্টার গোলাম কাদের,মোঃ আইয়ুব,আঃ মালেক,ডাঃভূবন,আ. হান্নান,অমূল্য দাশ,জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, অনিমেষ মেম্বার,সাবেক এমইউপি ফজল কবির,রুহুল কাদের,মৌ.অানছুর,মৌ.মন্জুর,রফিক,সবুজ ধর,মুজিব মেম্বার,কায়েস,সাহাবউদ্দিন,এজাহার সও,আমির হোসেন,আক্তার, শামসুল আলম,এন ইসলাম সও.রহিম উল্লাহ,ছলিম উল্লাহ,এনামুল হক,আ.মালেক,অমূল্য ধর,আঃহামিদ,শাহ আলম,আবুসামা,আ.হাশেম,সমশু,ছৈয়দ আহমদ, রবীন্দ্র বড়ুয়া,ভাগ্যধন বড়ুয়া,বিমল কান্তি দাশ প্রমূখ।