চকরিয়া সংবাদদাতাঃ
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সিকান্দর পাড়ার রুহুল কাদেরের ছেলে জুয়েলের বিরুদ্ধে একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে, স্থানীয় রুহুল কাদের পুত্র আনোয়ারুল আকবর জুয়েল(২৭), আনোয়ারুল সাদেক রাসেল(২৭), সোহরাব মার্সাল(২২) ও রুহুল কাদেরের স্ত্রী আমাতুল্লা(৫০) কে অভিযোক্ত করে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।
মনোয়ারা বেগমের লিখিত অভিযোগে জানা যায়-২৪ অক্টোবর বিকেল অভিযুক্তরা কয়েকজন মিলে মাদ্রাসা ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীর মা বোন সহ ৫ জনকে মারাত্মক ভাবে জখম করে। মারধরের কারনে তাদের মধ্যে কুলসুমা বেগম নামের এক গর্ভবতী মহিলার আড়াই মাসের বাচ্চা নষ্ট হয়েছে বলে জানা যায়। এই কুলসুমা বেগম কে উন্নত চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে নিশ্চিত হওয়া যায়। অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পূর্ববড় ভেওলায় নারীর উপর হামলা অভিযোগে লিখিত এজাহার পেয়ে আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এসআই সরওয়ার জাহান মেহেদীকে তদন্ত কর্মকর্তা হিসেবে প্রেরন করি।
তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী বলেন-ওসি স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি এই এলাকায় তুস্হ বিষয়ে মারামারি সংগঠিত হয়েছিল,তবে মিমাংসার জন্য দু’পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
অভিযুক্ত রাসেল বলেন-যদিও ঘটনার সময় আমি ছিলাম না তথাপি বাদী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে।
বাদী ও তার পরিবারের মেয়েরা প্রায় সময় এলাকার মুরব্বিদের অগ্রাহ্য করে রাস্তায় আড্ডারত থাকে,আমি নিষেধ করাই ওরা আমাদের পরিবারকে হয়রানি করে সম্মানহানির চেষ্টা করছে।