পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু-এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগের কৃষি- বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জাকের আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ হিটলার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সভাপতি খাজা ময়েন উদ্দীন আহাম্মেদ সম্রাট, সম্পাদক সামস আরফিন বাপ্পি প্রমুখ।
আলোচনা শেষে নুরুল ইসলাম নুরু-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।