বাংলাদেশ কৃষকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৯নভেম্বর) বিকাল ৪ টার দিকে পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে পেকুয়ার আহবায়ক মেহের আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদের সঞ্চালনায় উক্ত সভা বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আমিরুল খোরশেদ চৌধুরী, সদস্য কামাল হোছাইন, নুরুল আবছার, আলহারী রাখাইন, শিলখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আনিছুল করিম, নাছির উদ্দিন, মগনামার কৃষকলীগের আহবায়ক হাজি কামাল হোছাইন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা জিয়াবুল হক, খাজা মোহাম্মদ ওয়াজেদ, মাশেক উদ্দিন, আলী আকবর, জসিম উদ্দিন, ফোরকান, মোহাম্মদ হোছাইন, রফিকুল ইসলাম, আবু ছিদ্দিক, নুরুল কবির, শামশুল আলম, শাহ আলম, রিদুয়ানুল হক, নেজাম উদ্দিন, নুর উদ্দিন বদ, মোহাম্মদ খোকন, আক্কাছ আহমদ প্রমুখ। সভায় মগনামা ও শিলখালী ইউনিয়ন কৃষকলীগের প্রত্যেকটি ওয়ার্ড আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পেকুয়া সদর, রাজাখালী, বারবাকিয়া, টইটং ও উজানটিয়া ইউনিয়নে কৃষকলীগের সাংগঠকি কার্যক্রম স্থবির ও নিষ্ক্রিয় থাকায় এ সব ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শীঘ্রই কমিটি দেয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া ৩ নভেম্বর জেল হত্যা দিবসে বাঙ্গালী জাতির সূর্য সন্তান জাতীয় চার নেতার প্রতি শোক প্রস্তাবসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।