বিবিসি একাত্তর ডেস্কঃ
জানা যায়, শনিবার ( ১৪অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ফোরকান উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক মুমূর্ষু ডেলিভারি রোগীর জীবন বাঁচাতে রক্তের জন্য জরুরি রক্ত প্রয়োজন বলে একটি পোস্ট দেন ,
বিষয়টি যোগাযোগ মাধ্যমে দেখে আসপি চৌধুরী ১৬ তম রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তার পর (১৫ অক্টোবর )বিকাল বেলা আসপি চৌধুরী ছুটে যান মা ও শিশু হাসপাতল চকরিয়া ডেলিভারি রোগী কে রক্ত দেওয়ার জন্য
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আসপি চৌধুরী বলেন ,সবারই উচিত মানুষের প্রয়োজনে এগিয়ে আসা।