মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজারঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ১৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংহ এমপি। ২২ নভেম্বর’২০২০ইং তারিখে ফাইতং ইউনিয়ন পরিষদ মাঠে এই উদ্বোধনী ফলক উম্মোচন করেন।
ফাইতং বাজার মাঠে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংহ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান।
বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াই চিং মারমা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ লীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সাধারণ সম্পাদক মোঃ শাহীন প্রমুখ।
এসময় বান্দরবান জেলার সিনিয়র কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
অন্যান্য নেতৃবৃন্দের মাঝে ফাইতং ইউনিয়ন পরিষদের আগামীর চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক, দুইল্লাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাইতং দিলোয়ারুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব শেখ এইচ এম আহসান উল্লাহ এর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন।