বিবিসি একাত্তর ডেস্কঃ
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সিটিভির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় ২৮’শে নভেম্বর রোজ শুক্রবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল অব: ফোরকান আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক ডেইলি স্টার পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত, সমুদ্রকন্ঠ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, যায়যায়দিন পত্রিকার কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদিন শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, ডেইলি সান পত্রিকার প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম মোহাম্মদ রাসেদ, একুশে পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক সাহেদ ফেরদৌস হিরু, তাহজীবুল আনাম, সিটিভি সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বলেন: সৃজনশীলতার মাধ্যমে একজন আদর্শিক সাংবাদিক হয়ে দেশ ও জাতীর কল্যানে নিজেদের নিয়োজিত রাখার অনুরোধ করছি।সেই সাথে সকলের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচার করার অনুরোধ থাকবে।
এছাড়াও কক্সবাজার রিপোটার্স ইউনিটির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সকলে সিটিভির উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
এদিকে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ইউসূফ বিন হোসাইন কে অভিনন্দন জানিয়েছেন, সংগঠনের উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন।