চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গৌবিন্দপুরে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে, একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করে, নগদ টাকা ও মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভুগী বশির আহমদের পরিবার।
ঘটনা বিবরনে জানাযায়, ২৯ নভেম্বর’২০ তারিখ রাত আনুমানিক ৮ টায় বরইতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পহরচাঁদা গৌবিন্দপুর গ্রামে মৃত ছৈয়দ আলমের পুত্র বশির আহমদ তার নিজস্ব চা ও মুদির দোকানে ব্যবসারত থাকা অবস্থায়, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে, তার আপন বড় ভাই সামশুল আলম ও আলী আকবরের নেতৃত্বে তাদের সন্ত্রাসী পুত্র মিজান, জাহেদ ও লোকমান সহ ৭/৮ জন সন্ত্রাসী দোকানে হামলা চালিয়ে বশির আহমদ কে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। তাকে বাচাঁতে স্ত্রী কন্যা ও সন্তানরা এগিয়ে আসিলে, তাদের কেও মারধর করে এবং বশির উদ্দিনের স্ত্রী তসলিমা বেগম(২৫) এর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে জখম করেছে। এসময় সন্ত্রাসীরা বশির আহমদের দোকানের ক্যাশে রক্ষিত গরু বিক্রি বাবদ নগদ ৫০ হাজার ও দোকানে বেচাকেনা বাবদ ১৫ হাজার টাকা ও আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুটকরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে আহতদের চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তসলিমা বেগমের অবস্থা আশংকা জনক হওয়াই, তাকে উন্নত চিকিৎসার জন্যে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় বশির আহমদ বাদী হয়ে সামশুল আলম, মিজানুর রহমান, আলী আকবর, জাহেদুল ইসলাম সহ ৭ জনকে আসামি করে, চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যোবায়ের জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।