মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড লালমিয়া সওদাগর পাড়া সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুর বাড়ির সামনেই ঘটেছে এ ঘটনা।
মৃত ব্যক্তিঃ
মোঃ আব্দুস শুক্কুর(১৬)
পিতা- মৃত আনোয়ার হোসেন
নতুন/সৎ বাবার নাম- মোঃ বেলাল(৩৫)
মাতা- আছমা বেগম
সাং- ইলিশিয়া, বাজার পাড়া,
০৭নং ওয়ার্ড, পশ্চিম বড় ভেওলা
থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার
ঘটনাস্থল – পালাকাটা, লাল মিয়া সওদাগর পাড়া সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুর বাড়ির সংলগ্ন রাস্তার উপর।
সময়- ০৭/১২/২০২০খ্রিঃ রাত অনু- ২০.১০ ঘটিকায় তাহাকে ছটফট করতে দেখে স্থানীয় কিছু যুবক হাসপাতালে নিয়া আসে। অনু-২০.৪০ ঘটিকায় হাসপাতালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে।
মৃত আব্দুস শুকুর পেশায় একজন অটোচালক। মৃত আব্দুস শুকুর এর অটো বাইক, মোবাইল, টাকা পয়সা কোন কিছুই খোয়া যায়নি। তার পিতা মাদক ব্যবসার সাথে জড়িত এবং সেও সম্প্রতি মাদক এর সাথে জড়িয়ে পড়ে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।