মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজারঃ
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জননেতা জাহেদুল ইসলাম লিটুর টাইমলাইন থেকে —
“অর্থ-প্রাচুর্য,ভোগ-বিলাসে নয়-গনমানুষের দোয়া-ভালবাসার মাঝেই বাঁচতে চাই”- লিটু।
চকরিয়া পৌরসভার নির্বাচন সন্নিকটে।পাঁচটি বছর আগেও পৌর নির্বাচনে একজন প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে ভাল অবস্থানে ছিলাম। জনপ্রিয়তার জরীপে এগিয়ে থাকলেও রাজনীতির কুটকৌশলের বলি হয়ে সে দিন মনোনয়ন বন্ঞ্চিত হয়েছিলাম। সকল দুঃখ-কষ্ট ভূলে যিনি মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক পেয়ে ছিলেন দলের সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে তাকে বিজয়ী করেছিলাম।সেই ১৯৮৭ সাল হতে রাজনীতির মাঠ পদচারনায় ১৯৯৫ সাল হতে ছাত্রলীগের আনুষ্ঠানিক দায়িত্বশীল থাকা অবস্থায় অনেক পদ-পদবীতে অলংকৃত হয়েছি।বিরোধীদলীয় রাজনীতির সময়ে জেল-জুলুম,হুলিয়া নিয়ে কারাগার আর রাজ পথ কে বসতি হিসেবে মেনে নিয়ে ছিলাম।রাজপথ হতে কখনো লোভের কাছে নতি শিকার করিনি।ছাত্রলীগের দায়িত্বশীল থাকাকালীন সময়ে
বিরোধীদলে থাকা অবস্থায় জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য ও অর্জন করেছিলাম।আজ আবার দীর্ঘ প্রতীক্ষার পথ পাড়ি দিয়ে আবারো নির্বাচনের সময়টি সামনে উপস্থিত।দলীয় মনোনয়ন প্রক্রিয়া পৌসভা+উপজেলা শেষ করে জেলা আওয়ামীলীগ বরাবরে প্রেরণ করা হয়েছে।জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ৩ তিন জনের একটি তালিকা কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সেলে পৌঁছাবে।তারপর কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে একজন কে মনোনয়ন দিবে।বরাবরই সংগঠনের একজন দায়িত্বশীল হিসেবে যার যার প্রাপ্য সম্মানটুকু যথাযথভাবে দেয়ার চেষ্টা করেছি।করো প্রতি প্রতিযোগিতার অশুভ আচরণ,বৈষম্য,দ্বন্দ্ব,বিদ্বেষ আমি রাখিনি। এর পরও একটা শক্তিশালী ষড়যন্ত্র বার বার আমাকে পথরুদ্ধ করে।আমার ন্যার্য প্রাপ্য হতে আমাকে বঞ্চিত করতে আলো-আঁধারির খেলা চলে।আজ এই মূহুর্তে সকলের প্রতি বিনীত অনুরোধ-আমি নিজের ভেতরে স্বযত্নে লালিত নীতি,আদর্শ টা কে ভিষন ভালবাসি।মৃত্যু ভয় ও সেখানে তুচ্ছ।জীবনের শত অর্জনের ভীড়ে টাকা ওয়ালা নামটা কুড়াতে পারলাম না!সেটা যদি অযোগ্যতা হয় তবে বিনয়ের সহিত ক্ষমা চাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই।সকলের কাছে দোয়া চাই-ইনশাল্লাহ্ আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনে দেখা হবে একজন মধ্যবিত্তপরিবারের সাধারণ মাঠকর্মী হিসেবে ভোটের লড়াইয়ে।বাকী যারা নির্বাচনী মাঠে রয়েছেন সকলের জন্য শুভকামনা।।জয়বাংলা-জয়বঙ্গবন্ধু।।