চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
চকরিয়ার বিএমচরে পাহাড় কর্তন করে মাটি বিক্রি করছে স্থানীয় ভুমিদস্যু সিন্ডিকেট। বিএম চর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুচ্ছালিয়া পাড়ায়, পাহাড় কেটে মাঠি বিক্রি করছে স্থানীয় ভুমিদস্যু খ্যাত
মৃত আবদুল হাকিমের পূত্র গিয়াস উদ্দিন প্রকাশ খোকন ও মৃত ছৈয়দুল রহমানের পুত্র মাষ্টার শামশুল ইসলাম।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতিরাত ৮ টা থেকে ভোর ৬ টা পযর্ন্ত দুটি ডাম্পার প্রতিগাড়ীতে ১৫ থেকে ২০ট্রাক মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, মোহাম্মদ আলমগীরের দুইটি ডাম্পার এই মাটি বিক্রির কাজে ব্যবহার হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলেন,
চেয়ারম্যান ও মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আইসি কে অবগত করেই এই পাহাড় কাটা হচ্ছে।
এ বিষয়ে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের কাছে মুটোফোনে জানতে চাইলে, তিনি পাহাড় কাটতে কাউকে অনুমতি দেননি বলে জানান।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আইসি বলেন, পাহাড় কাটার বিষয়ে আমাদের সাথে কেউ যোগাযোগ করেননি। যদি কেউ পাহাড় কাটায় জড়িত থাকে, তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ।