চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের বৃহত্তর চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট ও ছড়া খাল থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত এসব বালু প্রশাসনের সামনে দিয়েই শত শত ডাম্পার ও ১০ চাকা বিশিষ্ট ট্রাক(তমা গ্রুপ লেখা) বোঝাই করে বিভিন্নস্থানে সরবরাহ দিচ্ছে স্ব স্ব এলাকার প্রভাবশালীরা। এর পেছনে রয়েছে বিশাল সিন্ডিকেট।
এসব বড় বড় গাড়ির কারনে চকরিয়ার বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত ছোট খাটো এক্সিডেন্ট সহ যানজট লেগেই আছে।
নদীগর্ভ থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে, পরিবেশের মারাত্মক বিপর্যয়ের আশংখ্যা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। পরিবেশ বিপর্যয় সহ ছোট খাটো এক্সিডেন্ট ও যানজট নিরসনে সংস্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনসাধারণ।