মনসুর মহসিন, বিবিসি একাত্তরঃ
চকরিয়া প্রবাসী ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের নামভাঙ্গিয়ে টাকা আত্মসাতের যে মিথ্যা ভিত্তিহীন,মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে, তার বিরুদ্ধে চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখা, সৌদি আরব শাখা, কাতার শাখা, মালয়েশিয়া শাখ সহ মধ্যপ্রাচ্যের ৬ টি দেশে গত শুক্রবার ২৫ ডিসেম্বর একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখা
কর্তৃক আয়োজন করা হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ।
মাওলানা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও মোঃ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক, ডাঃ মাসুদ, এহেছান চৌধুরী, সরওয়ার কামাল ও মৌঃমোঃ ঈসা। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মিজান, রবিউল , হুমায়ুন, ভুট্টু ,সোহেল, মিজান, সেলিম, ইয়াছিন,কফিল, নেজাম সহ আরো একঝাঁক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দরা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রকাশিত অভিযোগের ভিত্তিতে চকরিয়া উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করা হয় যেন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সত্য উদঘাটন করা হয়। যদি সংগঠনের কেউ দুর্নীতি বা টাকা আত্মসাতের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যদি উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া না যায় যে বা যাহারা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে এবং প্রচারে যাহারা ইন্দন দিয়েছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় চকরিয়া উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।বক্তারা আরো বলেন এহেন ষড়যন্ত্রে বিচলিত না হয়ে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের অগ্রগামিতা রোধ করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের নীলনকশা জাল ছিন্ন করে একদিন সফলতার মূল লক্ষ্যে পৌঁছানোর আশা ব্যক্ত করা হয়।