রাজু দাশ (চকরিয়া প্রতিনিধি)
কক্সবাজারের চকরিয়ায় আগামী পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট রাজনীতিবীদ ও পৌরসভা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক ডাঃ আলহাজ্ব মোঃ ফজল করিম চৌধুরী সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সবার দোয়া প্রার্থনা কামনা করছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় নির্বাচনকে সামনে রেখে নিজ বাড়ি ভরামুহুরী ৪নং ওয়ার্ডে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ফজল করিম চৌধুরী আলাপচারিতায় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে অত্র ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন। ৪নং ওয়ার্ডের যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ক্রীড়ামুখি উদ্যোগ গ্রহণ করেছি এবং যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী এবং ৪নং ওয়ার্ডের মানুষকে সাথে নিয়ে এলাকাকে আধুনিক ওয়ার্ড গড়ে তুলব ইনশাআল্লাহ। সর্বশ্রেণীর ভোটারদের সহযোগিতা আর দোয়া কামনা করেন।