চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিরোধে, বসতবাড়িতে ঢুকে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা আজিম উদ্দিন পাড়া এলাকায় গত ২৭ ডিসেম্বর ২০ইং বিকাল ৪.৩০টার দিকে ঘটেছে এ ঘটনা।
উক্ত ঘটনায় নারী পুরুষসহ ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, স্থানীয় নবীর হোছাইনের স্ত্রী তসলিমা (৩০) ও তার কন্যা তাবাচ্ছুম সোলতানা (১২), মৃত আবুল হোছাইনের পুত্র নবীর হোছাইন (৩৬), এবং নবীর হোছাইনের শাশুড়ি ও মৃত ছিদ্দিক আহমদের স্ত্রী লাইলা বেগম (৫৫) মারাত্মক ভাবে আহত হন।
এলাকা বাসী জানান- ঘটনার দিন রফিক আহমদ তার স্ত্রী পুত্রদের নিয়ে, স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র নবী হোছাইনের ঘরে জোরপূর্বক ভাবে প্রবেশ করে এ হামলা ও লোটপাট চালিয়েছ।
হামলাকারীরা একই এলাকার (রাজাকার পরিবার নামে পরিচিত) রফিক আহমদের পুত্র নাজেম উদ্দিন (৪৫), রিয়াজ উদ্দিন (৪৮), কফিল উদ্দিন (৪০), আরিফ (৩৫), এবং মৃত আজিম উদ্দিনের পুত্র রাজাকার রফিক আহমদ (৬৮), ও তার স্ত্রী দিলদার বেগম (৬৪) সহ একদল সন্ত্রাসীরা এঘটনা ঘটিয়েছে বলে জানাযায়।
এ ঘটনায় আহত তসলিমা বাদী হয়ে হামলাকারী ৬ জনের নাম উল্লেখ করে, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়ায় সি আর ১২২০/২০ মামলা দায়ের করেন।
মামলার বাদী অভিযোগ করেন, তার বাড়িতে পরিকল্পিতভাবেই এ হামলা ভাংচুর ও মালামাল লোটপাটের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় একটি ২১” রঙ্গীন টেলিভিশন, সো কেইচ, ঘরের দরজা, গেইট ভাংচুর ও একভরি ওজনের গলার চেইন লোট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
পক্ষান্তরে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রাণীর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগি পরিবার।