জুলফিকার আলী ভুট্টাে, চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। এঘটনায় ২ জন আহত।
গত রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরুবাজারস্থ মসজিদের দক্ষিণ পাশে ফসলি জমিতে ঘটেছে এ ঘটনা।
হামলায় আহতরা হলেন, বরইতলী ইউনিয়েন দরগাহপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রাসেদা বেগম (৪৫) ও তার ছেলে নোমান (১৭)। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাযায়।
ভূক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেইল্যাকাটা গ্রামের মীর কাসেমের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে ২৭ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টার দিকে মীর কাসেমের পুত্র মোঃ সাকিব (২১), মোঃ আকিব (১৮) ও মীর কাসেমের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৯)এর নেতৃত্বে লোকজন নিয়ে রাসেদা বেগমের ফসলি জমিতে অতর্কিত অবস্থায় হামলা চালায়।
এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন মা রাসেদা বেগম(৪৫) ও ছেলে নোমান(১৭)। এসময় রাসেদা বেগমের কোমরে রক্ষিত নগদ ২০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের লকেট লোটকরে নিয়ে যাওয়ার অভিযোগ করেন হামলায় আহত রাসেদা। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে, সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় ভিকটিম রাসেদা বেগম বাদী হয়ে, বরইতলী ইউপি ৪ নং ওয়ার্ডের তেইল্যাকাটা গ্রামের মীর কাসেমের পুত্র মোঃ সাকিব(২১) মোঃ আকিব(১৮) ও তার স্ত্রী ছেনুয়ারা বেগম(৩৯) কে আসামি করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মোহাম্মদ যোবায়ের বলেন বরইতলীতে জমির বিরোধের জেরে হামলার ঘটনায় একটি এজাহার পেয়েছি, বিষয়টি তদন্তের জন্যে হারবাং পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে।