চকরিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে বুধবার ০৬ জানুয়ারি খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ ও ৮ নং ওয়ার্ডের দুস্থ অসহায় শীতার্থ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল,জেকেট, জুতা, শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমের সঞ্চলনায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল করিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ওসমান গণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল আবছার এবং বিদ্যালয়ের দাতা সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবাদকর্মী আবদুল করিম বিটু, জুলফিকার আলী ভুট্টো, ইউপি সদস্য নুরুল কবির, এজাহার আহমদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ কলিম উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুবেল, যুবলীগ নেতা আব্দুল হামিদ বাবুল, শ্রমিক লীগের সভাপতি সালাহ উদ্দিন বাবুল, ছাত্রলীগের সবেক আহবায়ক শাহাবুদ্দিন প্রমুখ।
ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাঁসিয়াখালী ইউনিয়েনর ৬ ও ৮ নং ওয়ার্ডের দুস্থ অসহায় শীতার্থদের মাঝে ৩ শতাধিক কম্বল, জেকেট, জুতা এবং খোন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।