চকরিয়ায় বাড়িঘর জবর দখল চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতাল ও চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘটিত এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার হামিদুল হকের স্ত্রী লতিফা খানম (৫৮), তাদের পুত্র তৌহিদুল হক (২৬) ও মোঃ আনিসের স্ত্রী রিনা আক্তার (১৮)।
ঘটনাসুত্রে জানা গেছে, বিএস ৭৫০ নং খতিয়ানভুক্ত ৫৯৫৫ নং দাগের ৩৭ শতক জায়গায় হামিদুল হক বসত বাড়ি নির্মাণ করে দীর্ঘ সময় ধরে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে। সম্প্রতি একটি জবরদখলী চক্র তাদের উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে পায়তারা চালায়।
হামলা ও মারধর করে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র বুঝতে পেরে গত ৪ জানুয়ারি ২০২১ ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ঠ্রেট আদালত কক্সবাজারে একটি মামলা দায়ের করেন। সেখানে আসামি করা হয়েছে চট্টগ্রামের বাকলিয়া সূর্যহাসি ক্লিনিক সংলগ্ন আবাসিক এলাকার মৃত জামাল আহমদের কন্যা রোজিনা আক্তার, ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার নজির হোসেনের ছেলে জাগের হোসেন, একই ইউনিয়নের পাগলিরবীল এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে নুরুল আবছার, মাইজপাড়া এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে নুরুল কাদের, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রুহুল আমিন, পূর্ব মাইজ পাড়ার জামাল উদ্দিনের ছেলে কামরুদ্দিন সহ আরো ১০-১৫ জন।
ভুক্তভোগী হামিদুল হকের অভিযোগ, আদালতে মামলা দায়ের করার খবর পেয়ে এসব আসামিরা ক্ষীপ্ত হয়ে বাড়িঘর জবরদখল চেষ্টা চালায়। এসময় বাঁধা দিতে গেলে তার পরিবারের সদস্যদের অমানুষিক মারধর করে। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। খবর দেয়া হলে থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান বলেন, ডুলাহাজারায় ভিটেবাড়ির বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। মহিলাসহ আহতদের চিকিৎসা দিতে আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।