চকরিয়া সংবাদদাতাঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীর ১নং ওয়ার্ড হাসপাড়ায় ১০ জানুয়ারী সকাল ৭ টায়, গ্রাম পুলিশ মিজানুর রহমানের বাড়িতে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ রশিদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।
ঘটনা বিবরণে জানাযায় – স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোছাইনের ভাই অপহরণ মামলার আসামি গরিব উল্লাহ(২৮)কে গত ১৭ ডিসেম্বর’২০ তারিখ দিবাগতরাতে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এতে ক্ষিপ্তহয়ে হোছাইন মেম্বারের নির্দেশে তার ভাই চিহ্নিত সন্ত্রাসী ও একাদিক মামলার আসামি মোহাম্মদ রশিদের নেতৃত্বে সন্ত্রাসী মোরশেদ, নয়ন (প্রকাশ নয়ন বন্ড), আবছার, আখিরুজ, সাকির,খোরশেদ,রাকিবসহ একদল সন্ত্রাসী চৌকিদারের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুর, টাকা পয়সা ও স্বর্ণালংকার লোট করে নিয়ে যায়। এঘটনায় চৌকিদার মিজানুর রহমান এবং তার পুত্র বধু তাজিন ফেরদীস (১৯) (অন্তসত্বা) ঘোরতর আহত হয়েছে।
ভুক্তভুগী পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন কলে, দ্রুত ঘটনা স্থলে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আইসি হাসান মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।
এ বিষয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আইসি হাসান মাহমুদ বলেন- ৯৯৯ ফোন পেয়ে আমি সহ একদল ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই, আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আসামিদের ধরে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।