চকরিয়া সংবাদদাতাঃ
ফাঁসিয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মৃত কবির আহমদের পুত্র আবু ছালাম (আপন বড় ভাই) কতৃক কুপিয়ে, ছোট ভাই-বোনদের মারাত্মক জখম করেছে।
ঘটনা টি ঘটেছে অদ্য ১১ জানুয়ারী’২০২১ সকাল সাড়ে ১০ টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উচিতার বিল (ফতিয়া ঘোনা) গ্রামে।
ফাঁসিয়াখালীর খোন্দকার পাড়া গ্রামের মৃত কবির আহমদের সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের রেশধরে কবির আহমদের বড় ছেলে আবু ছালাম(৪৭) তার দুই পুত্র আবু বক্কর(২২) ও আবু ছিদ্দিক(১৯) মিলে দা-কিরিচ নিয়ে তার আপন ভাই-বোনদের উপর হামলা করে মারাত্মক ভাবে জখম করে। এই ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহতদের মধ্যে নুরুল হাকিম(৩৫), কুলসুমা বেগম (৪০) ও মাহবুবুল আলম(৫০) এর অবস্থা আশংখাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করেছে অপর বোন রোকেয়া বেগম (৪৫) চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, ফাঁসিয়াখালীতে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
এঘটনায় চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলেছে বলে নিশ্চিত করেন আহত নুরুল হাকিমের ভগ্নিপতি বাবু।