চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলাতে পূর্ব শত্রুতার আক্রোশে বসতবাড়িতে ঢুকে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়া এলাকায় গত ০৩ মার্চ ২১ইং দুপুর আনুমানিক ১২.০০ টার দিকে ঘটেছে এ ঘটনা।
উক্ত ঘটনায় ১জন নারী আহত হয়েছে।
এ ঘটনায় স্থানীয়
মুসলিম মােস্তফার স্ত্রী জন্নাতুল বকেয়া (৩৫), মারাত্মক ভাবে আহত হন।
এলাকা বাসী জানান- ঘটনার দিন ওয়াহেদুল হাসান আরফাত তার পরিবারের সদস্যদের নিয়ে, স্থানীয় মুসলিম মােস্তফার স্ত্রী জন্নাতুল বকেয়ার ঘরে অনধিকারে জোরপূর্বক ভাবে প্রবেশ করে এ হামলা ও লোটপাট চালিয়েছে।
হামলাকারীরা একই এলাকার শফিউলের স্ত্রী হুরে জন্নাত ঝুমপা (২৫), ও কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকার ফকরুল ইসলামের পুত্র ওয়াহেদুল মােস্তফা আরফাত (২১), এবং স্ত্রী শাহিদা মােস্তফা (৪৫), সহ একদল সন্ত্রাসীরা এঘটনা ঘটিয়েছে বলে জানাযায়।
এ ঘটনায় আহত জন্নাতুল বকেয়া বাদী হয়ে হামলাকারী আরাফাত সহ ৩ জনের নাম উল্লেখ করে, চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলার বাদী অভিযোগ করেন, তার বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা ভাংচুর ও মালামাল লোটপাটের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় আসবাবপত্র, ক্রোকারিজ সরঞ্জামাদী, ফ্রিজের ষ্ট্যাবলাজার, বড় সাইজের বিদ্যুৎ বাতি ভাংচুর ও ৮ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানফুল, নগদ টাকা, ১টি কম্বল, ১টি পানির মােটর লোট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মুহাম্মদ যুবায়ের বলেন পূর্ব বড়ভেওলায় হামলার বিষয়ে একটি এজার পেয়েছি, এটি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে থানায় অভিযোগ দেওয়ায় আসামি আরাফাত বিভিন্ন মাধ্যমে বাদীকে হুমকি দিচ্ছেন বলে জানান মামলার বাদী জন্নাতুল বকেয়া। ভুক্তভোগী প্রবাসী পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।