মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
আগামী ১১এপ্রিল চকরিয়া পৌরসভা নির্বাচন। উক্ত নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০মার্চ সকালে চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড়ের বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন। এ সময় পৌরসভা ৭নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সহ আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন-মহল্লার সর্দারগন ও শুভাকাঙ্খিগন সহ প্রায় দুইশতাদিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করেছেন।