• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শিবিরের মানববন্ধন আমিরাতে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোবাল লিংক বিজনেসম্যান সার্ভিসের উদ্বোধন আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নতুন কমিটির অভিষেক চকরিয়ায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে সম্পন্ন হলো নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা চকরিয়ায় ভুয়া সমন্বয়ক-সাংবাদিক পরিচয়ে বিএনপি নেতাদের চরিত্র হননে ব্যস্ত নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি কানন চকরিয়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার গোডাউনে প্রশাসনের অভিযান:; প্রবাসীকে হত্যার হুমকির অভিযোগ ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণ, দুই মাহুত আহত চকরিয়া অঞ্চলে জেলা জামায়াতের  রুকন সম্মেলন অনুষ্ঠিত আরব আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজল

চকরিয়ায় ব্যারিকেড দিয়ে সড়ক ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

চকরিয়- লামা সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটকবাহী জীপ, টমটমসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে দুইটি বন্দুক, কার্তুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে। ‎

মঙ্গলবার রাতে ও বুধবার সকাল থেকে দুই দফায় অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারিবল ফতিয়াঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উচিতারবিল মুসলিম নগর গ্রামের আবদুল মজিদ এর ছেলে আবুল কালাম(২৪) ও নজরুল ইসলামের ছেলে মোবারক আলী(২৫), ফতিয়াঘোনা এলাকার শফর মুল্লুকের ছেলে ফারুক(২৭), একই এলাকার ফয়েজ আহমদের ছেলে জিসান(২৩) ও বার্মাইয়া জসিম(২৫)।

‎গত সোমবার রাতে আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় পর্যটকবাহী জীপ ও যাত্রীবাহী টমটমসহ অন্তত ৫টি গাড়ি ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে। এসময় খবর পেয়ে চকরিয়া থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

‎থানা পুলিশ জানায়, সড়কে ডাকাতির ঘটনায় থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে ডাকাতি মামলা রুজু হয়। ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে চকরিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল ফতিয়াঘোনা নামক পাহাড়ি দূর্গম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানে থাকা চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, এ সময় আরো ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। সারারাত খোঁজাখুঁজির পরেও না পেয়ে সকালে আবারও অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুর ১টার দিকে আরও তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই । এসময় আরও দুই ডাকাত পালিয়ে যায় বলে জানান তিনি।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ‘গ্রেফতারকৃতরা সবাই সক্রিয় ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে সম্পৃক্তের কথা স্বীকার করেছে। এদের সবাইকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া ডাকাতিতে সম্পৃক্তদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা