আজ
|| ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
লামায় ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত – ১, আহত ৪
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
বান্দরবানের লামায় ৩০ নভেম্বর, রবিবার বেলা ১১টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছা মোড়ে ওভারটেক করার সময় ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর আরোহী মোঃ শাহাব উদ্দিন (২৩) মারা যায়। এঘটনায় ট্রাক্টর ও মোটর সাইকেল আরোহী আরো ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি মোঃ শাহাব উদ্দিন (২৩) পিতা- মোঃ কাদের হোসেন সাং- বড়পাড়া বড়বিল, ০৯ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান। তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন)।
দুর্ঘটনায় আহতরা হলেন- ১) মোঃ রহিম (২২) পিতা- নুর আলম সাং- বনপুর, ৯ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, লামা। জেলা- বান্দরবান পার্বত্য জেলা। ২) মোঃ নুর মোহাম্মদ (৪৫) বাইক চালক পিতা-মৃত নুরুল ইসলাম সাং-বড় চনখোলা,
৫নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী। ৩) মোঃ জাহাঙ্গীর (৬৫) পিতা- মৃত আনোয়ার হোসেন সাং- মানিকপুর, ৩নং ওয়ার্ড থানা- চকরিয়া জেলা- কক্সবাজার। ৪) মোঃ আব্দুল সফুর (৩০) পিতা- মৃত নুরুল হক সাং-আড়াই মাইল, ৪নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান।
জানা যায়, চকরিয়া লামা সড়কের হাঁসের দীঘি হইতে আগত ১টি ট্রাক্টরকে পিছন থেকে আসা ১টি মোটরসাইকেল করার সময় ট্রাক্টরের সামনের চাকার সাথে লেগে দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে ট্রাক্টর ও মোটর সাইকেল উল্টে পড়ে যায়।
এতে গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় জনসাধারণ উদ্ধার করে চিকিৎসার জন্য লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ট্রাক্টর চালক মোঃ রহিম (২২)কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন মর্মে জানা যায়।
মোটর সাইকেল আরোহীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়, তাদের স্থানীয় ইয়াংছা বাজারে ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার বাড়িতে চলে যায়। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ট্রাক্টরটি ঘটনাস্থলে রাস্তার পাশে পড়ে আছে আর মোটর সাইকেলটি ইয়াংছা আর্মি ও পুলিশ যৌথ চেকপোস্টের হেফাজতে আছে বলে জানা যায়।
Copyright © 2025 বিবিসি একাত্তর. All rights reserved.