• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়া স্মৃতি বৃত্তির ফলাফলে পাঁচ উপজেলায় শীর্ষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ! প্রাকৃতিক অধিকারই মানবাধিকার, যা সার্বজনীন সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগ শুরু কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু চকরিয়ার সাহারবিলে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ! লামায় ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত – ১, আহত ৪ চৌগাছা-যশোর সড়কে আবারো রক্ত; মুখোমুখি সংঘর্ষে আহত ৭ চকরিয়ায় পুলিশ অভিযানে আসায় বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৬১ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় ১৪ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন হয়ে এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী সফল করতে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। সাবেক এমপি জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি নিয়ে মিছিলটি পৌরসভার মগবাজার এলাকায় প্রদক্ষিণ করে। ২০-৩০মিনিট স্থায়ী হয় মিছিলটি। পরে মুহুর্তের মধ্যে সটকে পড়েন নেতাকর্মীরা। এরইমধ্যে মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এঘটনায় চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আরও অজ্ঞানতনামা ২০জনকে আসামী করা হয়েছে।

আসামীরা হলেন, ছাত্রলীগ নেতা শওকতুল ইসলাম সুমন (২৮), ফয়সাল মোহাম্মদ সৌরভ (২৭), মোহাম্ম ছোটন এ বাইটা ছোটন (২৫), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ নোমান (২২), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রিয়াদ (২১), ফরহাদুল ইসলাম খোকা (২১), মোহাম্মদ আরফাত (২২), নাঈমুল (২২), আলা উদ্দিন (২৭), তৈয়ব তাহের মিশকাত (২২), সৌরভ মাহাবি (৩৩) ও ইবনুল জাওয়ান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গত ১০ নভেম্বর চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি করার পর পুলিশের আসার খবর পেয়ে সটকে পড়ে। এঘটনায় থানার এসআই ফরিদ হোসেন বাদী ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেছে। তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা