দীর্ঘ ১১দিন আগে দুবাই প্রবাসী রেজাউল করিমের স্ত্রী আয়েশা বেগম (৩২)তার দুই ছেলে সন্তান নিয়ে উধাও হয়ে যায়।সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানান শামসুল আলম (৭০)।
গত ১৭ নভেম্বর সকাল ৯টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালাপাড়া এলাকা থেকে উধাও হয় এই গৃহবধূ আয়েশা।
আবেদনকারী শামসুল আলম জানান-আমার পুত্র বধু আয়েশা বেগম গত ১৭ নভেম্বর সকাল ৯টার দিকে আমার দুই নাতি নিয়ে আমাদের অজান্তে ঘর থেকে বের হয়ে উধাও হয়ে যায়।তখন আমরা বাড়িতে কেউ ছিলাম না বলেই সুযোগে পরকীয়া প্রেমিকের সাথে উধাও হতে সক্ষম হয়েছে।যাওয়ার সময় আয়েশা নগদ দেড়লাখ টাকা আর বিদেশি ২ভরি স্বর্ণালংকার সহ ব্যবহারের সব কাপড়চোপড় নিয়ে যায়।আমার এই পুত্র বধুকে কেউ দেখে থাকলে,নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রহিল,মোবাইল নং-০১৮৮০-০৪৫৩৭৭ ও ০১৮৮৯-৪৯৩১৪১।
এছাড়াও সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেন তিনি।এবিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।কারণ আমার পূত্রবধূ প্রায় সময় মোবাইল ফোনে কার সাথে কথা বলতো।তাই আমরা তাকে বাঁধা দিলে,কিছুদিন পরে এঘটনা ঘটিয়েছে।