এলাকায় পুলিশ অভিযানে আসায় মোহাম্মদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। শনিবার সকাল ৬ টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখিল পহরচাঁন্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত স্বামী স্ত্রী দুইজনকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত স্ত্রী লায়লা বেগম (৫৫) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সম্প্রতি বানিয়ারছড়া- মগনামা সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে পুলিশ পহরচাঁদা বিবিরখিল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে পুলিশকে খবর দিয়ে এলাকায় আনার বিষয়টি মোহাম্মদ হোসেন করেছে এমন অভিযোগ তুলে সকালে তার বাড়িতে গিয়ে স্বশস্ত্র হামলা করে মুবিনুল হকের নেতৃত্বে চার সন্ত্রাসী।
মুবিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, হামলার ঘটনাটি থানায় অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল নম্বর : ০১৮১৮৫৪০১৩৯