কক্সবাজারের চকরিয়া ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা -২০২৫ এ সর্বোচ্চ নাম্বার ও বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ।
গত ৭ নভেম্বর’২৫ চকরিয়া কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্রাইট ফিউচার সংস্থার আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩০ নভেম্বর বিকাল ৪ টায় উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চকরিয়া উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তন্মধ্যে বিভিন্ন গ্রেডে ৫৩৪ জন বৃত্তি অর্জন করে।
প্রকাশিত বৃত্তির ফলাফলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাথমিক শাখার ৪র্থ শ্রেণি জিনিয়া শাখার পত্যয় দে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে উভয় শাখায় প্রায় ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, শিক্ষক-শিক্ষিকার সার্বিক প্রচেষ্টা এবং ক্লাস নির্ভর লেখাপড়ার মান্নোয়নের কারণে অতীতের মতো এবছরও বিদ্যালযের শিক্ষার্থীরা ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রায় ১৪০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রেখেছে। এ কৃতিত্বপূর্ণ অবদানে জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতিত্বপূর্ণ সাফল্যে ও অগ্রযাত্রা ধরে রাখতে তিনি সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।