• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক লামায় “দৈনিক সংগ্রাম”র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কোটচাঁদপুর ব্র্যাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিবিসি একাত্তর ডেস্ক / ১৩৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নামাজে জানাজা ও দাফন কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তাঁর নামাজে জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

নামাজে জানাজা শেষে সংসদ ভবনের উত্তর পার্শ্বে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধি প্রাঙ্গনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফন কার্যক্রম শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কর্তৃক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। আজ সকাল আনুমানিক ৯টায় তাঁর মরদেহ হাসপাতাল থেকে গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’-তে আনা হয়। পরবর্তীতে দুপুর আনুমানিক ২টায় নামাজে জানাজার উদ্দেশ্যে মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এ সময় সম্পূর্ণ রুটজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

দাফন কার্যক্রমের অংশ হিসেবে একটি সুসজ্জিত গান ক্যারেজে করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ মরদেহ দাফনের স্থান পর্যন্ত বহন করেন। পরবর্তীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়গণ তাঁকে দাফন করেন।

রাষ্ট্রীয় সম্মাননা পর্বে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কর্তৃক ভলি ফায়ার প্রদান করা হয়। অতঃপর, মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে জনাব তারেক রহমান, তিন বাহিনীর প্রধানগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বশেষে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত কন্টিনজেন্ট সশস্ত্র সালামের মাধ্যমে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে চূড়ান্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা