বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দাঁড়িপাল্লাসহ ১০ দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করুন। একটি বৈষম্যহীন কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। আমাদের অঙ্গীকার আমরা নতুন বাংলাদেশ গড়বোই গড়বো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক রূপ দিতে গণভোটে সমর্থন দেয়ার বিকল্প নেই। শনিবার বিকাল ৩টায় চকরিয়া পৌরসভার বাসটার্মিনাল চত্বরে মার্চ ফর দাঁড়িপাল্লার সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার–১ আসনের পরিচালক জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মূখ্য অতিথির বক্তব্য রাখেন চকরিয়া–পেকুয়া আসনে দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসু ভিপি ইবরাহিম হোসেন রনি, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম ও আরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন এনসিপি চকরিয়ার মুখপাত্র সাজ্জাদ হোসেন, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক ও বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
এ সময় চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলার জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি জাহেদুল ইসলাম নোমান, সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, সাবেক সভাপতি কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা জিএস রফিক বিন সিদ্দিক, আবু নাঈম আজাদ, লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হোসনে মোবারক। সমাবেশ শেষে মার্চ ফর দাঁড়িপাল্লার একটি মিছিল পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরশহরের প্রবেশদ্বার চারলেনের মাতামুহুরী ব্রিজের উত্তরপাশে গিয়ে শেষ হয়।