• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক লামায় “দৈনিক সংগ্রাম”র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কোটচাঁদপুর ব্র্যাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ

পেকুয়া প্রতিনিধি / ১৪২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের সমর্থনে সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে। এরা এদেশের মানুষের বাকশাল কায়েম করে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। আ’লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। ছাত্র জনতার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রবিবার সন্ধ্যায় টইটং উচ্চ বিদ্যালয় মাঠে টইটং ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে উপরোক্ত বক্তব্যে এ সব কথাগুলো বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়ার টইটং ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ধানের শীষের সমর্থনে পথসভা ও মহিলা সমাবেশে তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে নৌকা মার্কা নাই, আওয়ামীলীগ নাই, আওয়ামীলীগ নিজেই নিজেদের কবর রচনা করেছে। আওয়ামীলীগ কিংবা অন্যান্য দলের অনুসারীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান ।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও টইটংয়ের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহŸায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন সভাপতি ফয়সাল চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা সাইফুল হক, বিএনপি নেতা শাহাদাত হোছাইন চৌধুরী সাবেক এমইউপি, মোহাম্মদ আজমগীর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, বিএনপি নেতা নুর আহমদ নুরী, ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা